নিজস্ব প্রতিনিধি : সোমবার ২৯ ডিসেম্বর সকাল ৮ ঘটিকার সময় বিয়ানী বাজার উপজেলার আলীনগর ইউনিয়নের স্থানীয় কাদিমলিক পশ্চিম মহল্লা জামে মসজিদে আল ফালাহ ফাউন্ডেশনের উদ্যোগে প্রবাসী জনাব নাসির সাহেবের মাতা/ পিতার জন্য সকালের মক্তবের শিশুদের নিয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আল-ফালাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জনাব খালেকুজ্জামান চৌধুরী জিলু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীনগর দর্পণ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব আবুল কাসিম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হেলাল আহমদ, পারভেছ আহমদ, দুলাল আহমদ।
এক বার্তায় আল – ফালাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রবাসী জনাব জামাল আহমদ চৌধুরী বলেন আমার লন্ডনি বোন খুব অসুস্থ ছিলেন বতর্মানে উন্নতির দিকে দ্রুত সুস্থতার জন্য সকলের আন্তরিক দোয়া কামনা করেন এবং প্রবাসী জনাব নাসির সাহেবের পিতা মরহুম সৈয়দ আবু খালেদ ও মাতা মরহুমা মোছাম্মাৎ শাহানা বেগম এর মাগফিরাত কামনা করে সবাইকে দোয়া করতে আহবান করেন –
দোয়া মাহফিলে আগত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংশ্লিষ্ট সাবাইকে ধন্যবাদ জানান।
কাদিমলিক পশ্চিম মহল্লা জামে ইমাম ও খতিব হযরত মাওলানা সিফাতুল্লাহ সাহেব দোয়া পরিচালনা করেন
