হারানো বিজ্ঞপ্তিঃ
” মানুষ মানুষের জন্য” আসুন ছাব্বির’কে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহযোগিতা করি।
মোঃ ছাব্বির আহমদ (১৭) নামের একটি ছেলে হারিয়ে গিয়াছে। তার গায়ের রঙ উজ্জ্বল শ্যামলা, উচ্চতা প্রায় ৫ফুট ৪”।
সে চান্দগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় এর -দশম শ্রেণীর ছাত্র ছাব্বির আহমদ।
আজ ২৮ ডিসেম্বর রোজ সোমবার, সকাল অনুমানিক ১১ঘটিকা হইতে ছাব্বির আহমদ কে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলে দাবী করেন তার পরিবার ছেলেটির গায়ে কালো রঙের একটি টিশার্ট ও ত্রি-কোয়াটার প্যান্ট ছিল।
সে বড়লেখা উপজেলার ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের, ৫নং ওয়ার্ড এর (মাঝর কান্দির) মোঃ আজমিল আলীর ছোট ছেলে।
এ ব্যাপারে বড়লেখা থানায় সাধারণ ডায়রী করা হয়েছে।তারিখ-২৮/১২/২০২০ইং
কোন সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে নিচের দেওয়া ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সন্ধানদাতাকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে।
যোগাযোগ:০১৭৯৪-৭৮৩৫৯৪ / ০১৮৫৭-৩৩৫০৩৯ /বায়ান্ন টিভি- ০১৭৯৮৭৪০০৭৫
আলীনগর দর্পণ টিভি -01886376851
