নিজস্ব প্রতিনিধি : জাতীয় নেতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক ছাত্রনেতা আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মন্ডলীর সদস্য সাবেক শিক্ষামন্ত্রী জননেতা জনাব নুরুল ইসলাম নাহিদ এমপির রোগ মুক্তির জন্য ডি এম হাই স্কুলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ডিএম হাই স্কুলের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান মোল্লা’র সভাপতিত্বে ও বিদ্যালয় হল রুমে আজ সকালে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আওয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব হারুন চৌধুরী, ডি এম হাই স্কুলের সাবেক সভাপতি জনাব ফখরুল আলম চৌধুরী,আলীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির,সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান মনির,বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ নেতা জনাব জুবের আহমদ, জহিরুল হক রাজু, আলী নগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক এনামুল হক এছাম, দপ্তর সম্পাদক মারুফ আহমদ চৌধুরী,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব কিবরিয়া আহমদ বাবু।
অন্যান্যর মধ্যে বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থীসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মী এতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাবেক শিক্ষামন্ত্রী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা নুরুল ইসলাম নাহিদ এমপি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন।
তাঁর আশু রোগমুক্তির কামনা করে প্রার্থনা করা হয়।
