আলীনর দর্পণ ডেস্ক : আজ (১০ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুর ১২টায়, ঢাকার সেগুনবাগিচা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংগঠনের পক্ষ থেকে সকল জাতীয় পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশন এবং অন্যান্য ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের প্রতি নির্ধারিত সময়ে সম্মেলনস্থলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী উম্মাহ’কে মুঠোফোনে খবরটি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, দেশের সংবিধান স্বীকৃত নাগরিকদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ, ওয়াজ-মাহফিল ও ধর্মীয় সভা-সমাবেশ এবং আলেমদের ধর্মীয় কর্তব্য পালনে লাগাতার বাধাদান, উলামায়ে কেরামের নামে উপর্যুপরি মিথ্যা মামলা, কটূক্তি ও মিথ্যাচারের বিষয়সমূহ সংবাদ সম্মেলনের মাধ্যমে হেফাজতে ইসলাম জাতির সামনে তুলে ধরবে। পাশাপাশি চলমান ভাস্কর্য ইস্যুতে প্রতিপক্ষের নানা অপপ্রচার ও মিথ্যাচারের প্রেক্ষিতে হেফাজতে ইসলাম বিভ্রান্তি নিরসন করবে।
সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে তিনি জানান।
