নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার (০১/১২/২০২০) সন্ধা ৬.৩০ ঘটিকার সময় স্থানীয় মাদানী কমপ্লেক্সে নীল ব্রাদার্স স্পোটিং ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে
এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
হাজী বুরহান উদ্দিন সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতি ক্রমে নীল ব্রাদার্স স্পোটিং ক্লাবের সাবেক খেলোয়াড় জনাব, লুৎফুর রহমান লুতুকে আহবায়ক করে (৯) নয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আহবায়ক কমিটির বাকি সদস্য বৃন্দ হলেন যতাঃ জনাব হাজী বুরহান উদ্দিন, আব্দুল মালিক (নবীব আলী),সিরাজআহমদ,মামুনআহমদ,ছাবুলআহম,
জাকারিয়া আহমদ (ময়না), রাহেল চৌধুরী,নজরুল ইসলাম।
