নিজস্ব প্রতিনিধি : শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭ঘটিকার সময় আল-ফালাহ ফাউন্ডেশন’র উদ্যোগ বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের স্থানীয় কাদিমলিক পশ্চিম মহল্লা জামে মসজিদের ছা’বাহী মক্তবের শিক্ষার্থী শিশুদের মধ্যে যায়নামাজ বিতরণ করা হয়। মসজিদের মু’তাওল্লী ও মুরব্বি শিশুদের পক্ষে ফাউন্ডেশনের নেতৃবৃন্দের কাছ থেকে যায়নামাজ গ্রহন করেন।
এসময় উপস্থিত ছিলেন মসজিদের ইমাম মাওলানা সিফাতুর রহমান সাহেব, আল-ফালাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী জিলু মিয়া, সচিব ক্বাজী আবুল কাশেম, ব্যবসায়ী হেলাল আহমদ,নাজ উদ্দিন খান প্রমুখ।
বিতরণ শেষে দোয়া পরিচালনা করেন হাফিজ হযরত মাওলানা মুফতী মামুন রশীদ মাদানি।
