আলীনগর দর্পণ ডেস্কঃ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে (কভিড-১৯) বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের কৃতিসন্তান, বিশিষ্ট সমাজসেবক,বিয়ানীবাজার এডুকেশন সোসাইটির চেয়ারম্যান, শিক্ষানুরাগী, ঐতিহ্যেবাহী চারখাই জালালাবাদ মাদ্রাসার চেয়ারম্যান, যুক্তরায্য প্রবাসী জনাব আব্দুল মুমিন চৌধুরী সাহেবের করোনা আক্রান্ত।বর্তমানে তিনি যুক্তরাজ্যের স্হানীয় ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে বরেণ্য ব্যক্তিত্ব যুক্তরায্য প্রবাসী জনাব আব্দুল মুমিন চৌধুরী সাহেবের দির্ঘায়ূ ও দ্রুত সুস্থতা কামানা করে দেশ-বিদেশের সকলের কাছে দোয়া চেয়েছেন আল- ফালাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রবাসী জামাল আহমদ চৌধুরী। তিনি এক বার্তায় সকলকে আতংকিত না হয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে সতর্কতা অবলম্বন করে সচেতন থাকতে এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করতে অনুরোধ করেন।
