নিজস্ব সংবাদদাতা : বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের সর্ব প্রথম অনলাইন আলীনগর দর্পণ টিভির দৃষ্টি নন্দন স্টুডিও নির্মানে আর্থিক অনুদানের সম্মতি প্রদান করেন আয়ারল্যান্ড প্রবাসী সাইফুর রহমান বাবলু।
তিনি বলেন, আলীনগর দর্পণ টিভির মাধ্যমে বিশ্ববাসীর নিকট আলীনগর ইউনিয়নের বিভিন্ন খবরা-খবর,ইতিহাস, ঐতিহ্য তুলে ধরা হয়। যা আমার কাছে খুব ভালো লাগে। তাই আলীনগর দর্পণ টিভির যাতে তাদের কার্যক্রম আরো বেশী সম্প্রচার করতে পারে সে জন্য আমার ব্যাক্তিগত পক্ষ থেকে আলীনগর দর্পণ টিভির দৃষ্টি নন্দন স্টুডিও নির্মাণে আর্থিক অনুদান প্রদান করবো। খুব শীঘ্রই আলীনগর দর্পণ টিভির দৃষ্টি নন্দন স্টুডিও নির্মাণ করা হবে।
এছাড়া আয়ারল্যান্ড প্রবাসী সাইফুর রহমান বাবলু করোনার এই করুন সময়ে আলীনগর ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। বাড়িয়ে দিয়েছেন উনার সহযোগীতার হাত। পাশাপাশি তিনি আলীনগর ইউনিয়নের বিভিন্ন মসজিদ- মাদ্রাসায় সহযোগীতা, অসহায় শিক্ষার্থীদের সহায়তা প্রদান ও এলাকার গরীব ছেলে-মেয়েদের বিবাহের সময় আর্থিক সহযোগীতা
করে যাচ্ছেন এই সমাজ সেবক।
“হাজী মোহাম্মদ লুৎফুর রহমান ফাউন্ডেশনের” প্রতিষ্ঠাতা- আয়ারল্যান্ড প্রবাসী সাইফুর রহমান বাবলু ‘র বাড়ী বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের স্থানীয় চন্দগ্রামে।
এদিকে আলীনগর দর্পণ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাসিম আজাদ আয়ারল্যান্ড প্রবাসী সাইফুর রহমান বাবলু’র প্রতি দর্পণ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
