গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে দ্বিতীয় শ্রেণির শিশুকে দুইবার ধর্ষণের ঘটনায় আসামীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
আটককৃত যুবক উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির দক্ষিণ বারকোট গ্রামের সুলেমান ড্রাইভারের ছেলে কামিল আহমদ (২০)।
জানা যায়, আসামী কামিল আহমদ ভিকটিম শিশুর পাশের বাড়ির বাসিন্দা হওয়ার সুবাধে ভিকটিমের পরিবারের লোকজনের অগোচরে গত ১২ ও ১৫ জুন দ্বিতীয় শ্রেণি পড়ুয়া ঔই শিশুকে জিম্মি করে দু্ইবার জোরপূর্বক ধর্ষন করে। ধর্ষণের বিষয়ে পরিবারের কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখায় কামিল।
পরে ভিকটিম শিশু (৮) ঘটনার কথা তার পরিবারের লোকজনকে জানালে তারা কামিলকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেন। বর্তমানে ভিকটিম শিশু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে (ওসিসি) তে চিকিৎসাধিন রয়েছে।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (সাময়িক দায়িত্ব) আবুল কাশেম আটকের সত্যতা নিশ্চিত করেন।
আলীনগর দর্পণ/আরাফাত
