স্টাফ রিপোর্টার : বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের নিজ মোহাম্মদপুর গ্রামের শিপলু আহমদ করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্ত শিপলু আহমদ (২৪) ব্রাহ্মনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী হিসেবে কর্মরত রয়েছেন।
মঙ্গলবার সকালে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আবু ইসহাক আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, করোনা শনাক্ত হওয়া ওই যুবক সিলেট শহীদ শামসুদ্দিন মেডিকেল হাসপাতালে নমুনা পরিক্ষা করেন এবং রিপোর্টে তার দেহে করোনা পজিটিভ ধরা পড়ে। এতে আমাদের মেডিকেল টিম তাঁর বাড়িতেই অবস্থান করেছে। একই সাথে তার বাড়ি লকডাউন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, প্যানেল চেয়ারম্যান গৌছ উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবু ইসহাক, আলীনগর দর্পণ টিভির চেয়ারম্যান আবুল কাসিম আজাদ।
এদিকে আলীনগর ইউনিয়নে গত ৮জুন আলীনগর গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী হাসিনা বেগম প্রথম করোনা রোগী হিসেবে শনাক্ত হন। এরপর ১৩ জুন আলীনগর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক শহীদ মিয়া সরকার করোনায় শনাক্ত হন। এ পর্যন্ত আলীনগর ইউনিয়নে মোট ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
