আলীনগর দর্পণ ডেস্ক : বার বার বিতর্কের জন্ম দেয়া ডাক্তার জুবায়েরকে গ্রেফতার করেছে পুলিশ। বিয়ানীবাজারে চারখাইয়ের জুবায়ের মেডিকেয়ারের চেম্বার থেকে সোমবার রাতে পুলিশ গ্রেফতার করে। বিকালে চিকিৎসা নিতে তরুণূর শ্লীলতাহানির লিখিত অভিযোগের পর তাকে গ্রেফতার করা হয়।
এর আগে ওই তরণীর স্বজন ও স্থানীয়রা ডাক্তার জুবায়েরের চেম্বার অবরোধ করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা উত্তেজিত হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
তবে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার,বিরুদ্ধে উঠা অভিযোগ স্বীকার করেছেন ডাক্তার জুবায়ের।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, চিকিৎসা সেবা নিতে আসা তরুণীর পুলিশকে ডাক্তারের অশ্লীল আচরণ ও শ্লীলতাহানির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ অস্বীকার করেছেন।
প্রসঙ্গত, ২০১৮ সালে একই ধরনের অভিযোগে চারখাই বাজারে জনতা অবরোধ কর্মসূচী পালন করে। এক পর্যায়ে পরিস্থিতি উৎতপ্ত হলে প্রশাসনের হস্তক্ষেপে তিনি চারখাই ছাড়তে বাধ্য হয়েছিলেন। তবে ২০১৮ সালে তার বিরুদ্ধে থানায় কোন মামলা হয়নি।
