নিজস্ব প্রতিনিধিঃ বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়ন জনপদের সামাজিক, রাজনৈতিক অঙ্গনে দীপ্তময় এক কর্মবীর, গরিব দুঃখী মানুষের বন্ধু, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, তরুনের অন্যতম প্রেরণা, ইতালি প্রবাসী,মিলান মানতবা জামে মসজিদের ইমাম ওখতিব ,আলীনগর দর্পণ পরিবারের অন্যতম অভিভাবক ও শুভানুধ্যায়ী জনাব মাওলানা আব্দুল মালিক ভাই এর জন্মদিন আজ ।
(১০ জুন ২০২০ ইংরেজি রোজ বুধবার )
জন্মদিনে কমিউনিটি নেতা মাওলানা আব্দুল মালিক ভাইকে জানাই প্রাণ নিংড়ানো ভালবাসা ও অশেষ শুভকামনা।
