স্টাফ রিপোর্টার : সংযুক্ত আরব আমিরাতে বৃহত্তর সিলেট বাসীর প্রাণের সংগঠন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নব গঠিত কমিটিতে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যাবসায়ী সালেহ আহমেদ।
এদিকে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক পদে সালেহ আহমেদ নির্বাচিত হওয়ায়
অভিনন্দন জানিয়েছেন আলীনগর ইউনিয়নের স্থানীয় পত্রিকা আলীনগর দর্পণ পরিবার।
আলীনগর দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল কাসিম আজাদ বলেন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক সালেহ আহমেদ ভাই এবং তার কমিটি সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সিলেটিদের ন্যায্য অধিকার তথা সিলেট জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এটা আমার বিশ্বাস। আমি নব গঠিত এই পরিষদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।
