নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসের কারণে অসহায়, হতদরিদ্র ও কর্মহীন পরিবারের মধ্যে বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের হিলফুল ফুজুল ইসলামী যুব ঐক্য পরিষদ রামদা এর উদ্যেগে ঈদ উপহার বিতরণ করা হয়।
এদিকে আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মামুনুর রশীদ মামুন একবার্তায় বলেন, হিলফুল ফুজুল ইসলামী যুব ঐক্য পরিষদ রামদা আলীনগর ইউনিয়নের মানবিকতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসের ফলে আমাদের আলীনগর ইউনিয়নে লকডাউনে থাকা পরিবারের মাঝে যে ঈদ উপহার(খাদ্য সামগ্রী) বিতরণ করেছে তা সত্যিই প্রশংসনীয়। আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করি আগামীতেও তাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
