নিজস্ব প্রতিনিধিঃ গোলাপগঞ্জ জনপদের সামাজিক, রাজনৈতিক অঙ্গনে দীপ্তময় এক কর্মবীর, গরিব দুঃখী মানুষের বন্ধু, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, তরুনের অন্যতম প্রেরণা, যুক্তরাষ্ট্র প্রবাসী,কমিশনার সিটি অফ প্যাটর্সন নিউজার্সি,নিউজার্সি যুবলীগ নেতা, আলীনগর দর্পণ পরিবারের অন্যতম অভিভাবক ও শুভানুধ্যায়ী জনাব ইমরান হোসাইন এর জন্মদিন গত কাল ।
(১৮ মে ২০২০ ইংরেজি রোজ সোমবার )
জন্মদিনে কমিশনার জনাব ইমরান হোসাইন ভাইকে জানাই প্রাণ নিংড়ানো ভালবাসা ও অশেষ শুভকামনা।
আগামী দিনের পথ চলা হউক সুখময়তায় সুমসৃন এই প্রত্যাশায়- আলীনগর দর্পণ পরিবার।
