নিজস্ব সংবাদদাতা : বিশ্বব্যাপী করোনা ভাইরাসে মানুষের জীবন মহাসংকটে ফেলে দিয়েছে। বিশেষ করে দেশের নিম্নআয়ের মানুষের জীবনে নেমে এসেছে অবর্ণনীয় কষ্ট। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষ এই করোনা সংকট মোকাবিলায় সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন।
তারই ধারাবাহিকতায় আলীনগর দর্পণ পত্রিকার সার্বিক ব্যাবস্থাপনায় বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নে লকডাউনে থাকা অসহায় ৩৫০টি পরিবারের পাশে দাড়িয়েছেন আল-ফালাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জামাল আহমদ চৌধুরী।
তিনি রবিবার সকালে চারখাই জালালাবাদ মাদরাসার জামাল চৌধুরী ভবনে ৩৫০ টি পরিবারর মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন চারখাই জালালাবাদ মাদরাসার প্রিন্সিপাল আলিম উদ্দিন, সমাজসেবী সাহাদত করিম চৌধুরী, আল ফালাহ ফাউন্ডেশনের সচিব কাজী আবুল কাসিম, বিয়ানীবাজার উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নওয়াজিশ চৌধুরী শাকি, সমাজ সেবক একরামুল হক চৌধুরী, শিক্ষক আব্দুস সামাদ, আলীনগর দর্পণ টিভির চেয়ারম্যান আবুল কাসিম আজাদ প্রমুখ।
এদিকে আল-ফালাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জামাল আহমদ চৌধুরী বলেন, করোনা ভাইরাস হচ্ছে একটি প্রাণঘাতী ভাইরাস। এই করোনা ভাইরাস প্রতিরোধে দেশে চলছে অঘোষিত লকডাউন। আর তাতে বিপাকে পড়েছেন অনেক খেটে খাওয়া মানুষ। আর তাদের কথা চিন্তা করে আমি আমার সামর্থ্য অনুযায়ী চারখাই ইউনিয়নে লকডাউনে থাকা ৩৫০ টি পরিবারের মানুষদেরকে সহযোগীতা করেছি এবং আমার এ সহযোগিতা অব্যাহত রয়েছে।
