স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসের কারণে অসহায়, হতদরিদ্র ও কর্মহীন পরিবারের জন্য সাহায্য তহবিল গঠন করেছে আলীনগর দর্পণ। সমাজের বিবেকবান, বিত্তবান ও প্রবাসীদের ‘আলীনগর দর্পণ ফান্ড’ এ সাহায্য করার অনুরোধ করা হয়েছিল। এতে এ ফান্ডে প্রবাসীরা সহ দেশের বিত্তবানরা এগিয়ে এসেছিলেন।
তারই ধারাবাহিকতায় শনিবার দুপুরে বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের আল গণী ইন্টারন্যাশনাল চ্যারিটি অর্গানাইজেশনের বাংলাদেশ কর্পোরেট অফিস আনোয়ারা মঞ্জিলে ২০ টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল ৫কেজি, ডাল ১কেজি, তেল ১লিটার, ময়দা ১কেজি, চিনি ১কেজি, পেয়াজ ২ কেজি, সেমাই ২প্যাকেট।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন ১নং আলীনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গৌছ উদ্দিন, ইউপি সদস্য আপ্তাব উদ্দিন, আলীনগর দর্পণ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাসিম আজাদ আল গণী ইন্টারন্যাশনাল চ্যারিটি অর্গানাইজেশনের ডেপুটি চেয়ারম্যান এম আখতার হোসাইন, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ রুবেল আহমদ, আলীনগর ইউনিয়ন যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ সালাউদ্দিন, আল গণী ইন্টারন্যাশনাল চ্যারিটি অর্গানাইজেশনের বাংলাদেশ প্রতিনিধি ইমতিয়াজ আহমদ, শাহরিয়ার হোসাইন প্রমুখ।
উল্লেখ্য, ১ম ধাপে গত বৃহস্পতিবার বিয়ানীবাজার উপজেলার স্থানীয় রামধা বাজারে আলীনগর দর্পণ টিভির কার্যালয়ে থেকে অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
