নিজস্ব সংবাদদাতা : দেশব্যাপী করোনা ভাইরাসে আতঙ্ক ছড়িয়ে পড়ায় সরকারের পক্ষ থেকে সব ধরনের জনসমাগম বন্ধ করার ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছেন চাকুরীজীবি, খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের হত-দরিদ্র পরিবারের মানুষ।
এই অসহায় সময়ে ইউনাইটেড বিয়ানীবাজার ইউকে এর অর্থায়নে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের ৩৫ টি অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। শনিবার বিকাল ৩টায় আলীনগর ইউনিয়ন পরিষদের অডিটোরিয়ামে এ অর্থ বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ১নং আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি মুক্তিযুদ্ধা হারুন হেলাল চৌধুরী,মানবাধিকার কর্মী, তরুণ প্রাবন্ধিক ও কলামিস্ট এ এম মুহিবুল হাছান, আলীনগর দর্পণ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাসিম আজাদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ রুবেল আহমদ, আলীনগর দর্পণ টিভির ক্যামেরাপার্সন আমিনুল ইসলাম প্রমুখ।
