শোক সংবাদ
বিয়ানীবাজার উপজেলা আলীনগর ইউনিয়নের স্থানীয় রামদা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী,উজানডকি নিবাসী, চৌধুরী’স ওয়েল ফেয়ার ট্রাস্ট’র দাতা সদস্য, চৌধুরী’স ওয়েল ফেয়ার ট্রাস্ট’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী মাজেদ আহমদ চৌধুরী চাচা ” জনাব বদরুল হক চোধুরী (বদরুমিয়া) অদ্য (৮ মে ২০২০) শুক্রবার বিকাল ৫ ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছেন।
ইন্না-লিল্লাহি ও ইন্না-লিল্লাহি রাজিউন
মরহুমের জানাযার নামাজ অধ্য রাত ১১ঘটিকার সময় স্থানীয় উজানডাকী জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হইবে।
এদিকে বরেণ্য ব্যক্তিত্ব,”বিশিষ্ট ব্যবসায়ী জনাব বদরুল হক চোধুরী (বদরুমিয়া)’ র মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা ও গভীর শোক জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মামুনুর রশীদ , আলীনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য এম মনিরুজ্জামান মনির, আল-ফাত্তাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যন আলহাজ্ব মাওলানা আব্দুল ফাত্তাহ (জাবুল),আলীনগর দর্পণ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাসিম আজাদ। যুব জমিয়ত বাংলাদেশ আলীনগর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ সালাউদ্দীন।
