দর্পণ ডেস্ক : বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরামের দাবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীকাল ৭ মে থেকে মসজিদে মুসল্লীদের নামাজ আদায়ের ঘোষণা দেয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ১৫ শীর্ষ ওলামায়ে কেরামসহ ১১০ আলেম।
তারা বলেন, বিপদ-আপদ, বালা-মুসীবতে মুসলমান মসজিদমূখী হয়। আল্লাহর ইবাদত-বন্দেগীর মাধ্যমে বিপদ মুক্তির বিশ্বাস করে। মসজিদ উন্মুক্ত না থাকায় সারাদেশের ধর্মপ্রাণ মুসল্লীদের হৃদয়ে রক্তক্ষরণ চলছিল। আজ সুস্থ্য মুসল্লীদের জন্য মসজিদ উন্মুক্তের সরকারী ঘোষণায় দেশবাসী আনন্দিত। তারা আশা করেন, মসজিদ খোলা থাকলে আল্লাহর রহমত তরান্বিত হবে এবং করোনা ভাইরাসসহ সকল রোগ-বালাই থেকে মানুষ মুক্তি পাবে ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম সকলকে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে মসজিদে ইবাদত-বন্দেগী করার জন্য অনুরোধ জানিয়েছেন।
