আলীনগর দর্পণ ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে চলমান লকডাউন পরিস্থিতিতে বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ড সহ ৫০টি অসহায় পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করেন স্পেন প্রবাসী শিপন আহমদ।
প্রবাসী শিপন আহমদ বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে মানুষের দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাড়ানোর প্রয়োজনীয়তা উপলব্ধি করে নিজের সাধ্যমত আমার পরিবারের পক্ষ থেকে এ ক্ষুদ্র সহযোগিতা করেছি।
এই দুঃসময়ে ইতিমধ্যে দেশ-বিদেশের যে বা যারা এগিয়ে এসেছেন, সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শিপন আহমদ বলেন, বর্তমান পরিস্থিতিতে মানুষজনকে সহায়তার জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্ব-স্ব অবস্থান থেকে মানবতার কল্যানে এগিয়ে আসারও আহবান জানান
