প্রেসবিজ্ঞপ্তি: করোনা ভাইরাসে আজ মানুষের জীবন মহাসংকটে ফেলে দিয়েছে। বিশেষ করে দেশের নিম্নআয়ের মানুষের জীবনে নেমে এসেছে অবর্ণনীয় কষ্ট। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষ এই করোনা সংকট মোকাবিলায় সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন।
তারই ধারাবাহিকতায় বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নে লকডাউনে থাকা অসহায় পরিবারের পাশে দাড়িয়েছেন আল-ফালাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জামাল আহমদ চৌধুরী।
আগামীকাল সোমবার সকালে স্থানীয় আলীনগর দর্পণ টিভির ব্যবস্থাপনায় ১ম ধাপে আলীনগর ইউনিয়নে লকডাউনে থাকা ৬০০টি অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
তাই যথা সময়ে সংশ্লিষ্ট স্থানে তালিকার আওতাধীন প্রাপ্ত টুকুন নিয়ে থাকার জন্য সকল কে বিশেষভাবে আহবান করা যাচ্ছে।
উল্লেখ্য, আগামী মঙ্গলবার সকালে ২য় ধাপে চারখাই ইউনিয়নে লকডাউনে থাকা ১২০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।
