নিজস্ব সংবাদদাতা : বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের অসহায় পরিবারের পাশে০৫ টি প্যাকেইজ ঘোষনা দেওয়ার মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আলীনগর ইউনিয়নের কৃতিসন্তান,কমিউনিটি ব্যক্তিত্ব,বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী,জনাব শিপন আহমদ।
স্থানীয় আলীনগর দর্পণ পরিবারের মাধ্যমে একটি ত্রাণ তহবিল গঠন করা হয়েছে। এই তহবিলের মুল লক্ষ্য হচ্ছে বর্তমান করোনা পরিস্থিতিতে সমাজের গৃহবন্দী অসহায় মানুষের পাশে দাড়ানো এবং এই তহবিলের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। তারই ধারাবাহিকতায় আলীনগর দর্পণ পরিবারের ত্রাণ তহবিলে সাড়া দিয়ে প্রবাসী কমিউনিটি নেতা জনাব শিপন আহমদ ০৫ টি প্যাকেইজ দেওয়ার ঘোষনা দিয়েছেন।
এদিকে আলীনগর দর্পণ পরিবারের পক্ষ থেকে আলীনগর ইউনিয়নের কৃতিসন্তান,গ্রীস প্রবাসী জনাবরুবেল আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাহয়।
উল্লেখ্য, চলতি মাসে আলীনগর দর্পণ পরিবারের ত্রাণ তহবিল থেকে সমাজের গৃহবন্দী অসহায় মানুষের মাঝে এ প্যাকেইজ গুলো বিতরণ করা হবে।
